জেনে চমকে যাবেন অস্ট্রেলিয়ার এই রঙিন জার্সির ইতিহাস সম্পর্কে ৷ know every things about Australia colourful jersey .


জেনে চমকে যাবেন অস্ট্রেলিয়ার এই  রঙিন জার্সির ইতিহাস সম্পর্কে

ভারতীয় ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার সফরের জন্য রওনা হয়ে গেছে এরই মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এর তথা অস্ট্রেলিয়ার রঙিন নকশা করা জার্শির ছবি খুব ভাইরাল হয় ৷ আপনি কি জাননে এই জার্সির আদি ইতিহাস ৷ 

ছবি সংগ্রহ- reddif. 
 এই গল্পটা হল প্রথম বিদেশ সফরে যাওয়া আদিবাসী ক্রিকেট টিমেরআজ থেকে প্রায় 152 সাল আগে এই অস্ট্রেলিয়ার আদিবাসী টিম ইংল্যান্ড সফরে যান ৷ অস্ট্রেলিয়া , ইউরোপ ও ভিক্টোরিয়া সহ বিভিন্ন জায়গায় ক্রিকেট খুব জন প্রিয় হয়ে ওঠে ৷ এই ম্যাচ গুলিতে এই আদিবাসী দলের খেলা দেখে সবাই খুব প্রশংসা করে তাদের ৷ তখন অস্ট্রেলিয়া ব্রিটিশ সরকারের অধীনে ছিল , তারপর ব্রিটিশ প্রতিনিধি উইলিয়াম হেমারের তত্ত্বাবধানে আদিবাসীদের সেরা একাদশ টিম বানানো হয় ৷ এরপর অনেক ম্যাচ খেলানো হয় ৷ তারপর ভিক্টোরিয়া ক্রিকেট টিম এর ক্যাপ্টেন টম বেলিশ এই টিমের দায়িত্ব নেন ৷ ১৮৬৬ সালে টম বিলিশের নেতৃত্বে এই টিম মেলবোর্ন ক্রিকেট দলের বিরুদ্ধে MCG তে খেলেন , এই ম্যাচে তারা হেরে গেলেও তাদের খেলায় সবাই মুগ্ধ হয় ৷ তারপর চার্লস লরেন্স এর তত্বাবধানে এই টিম আরোও ম্যাচ খেলেন (১৮৬৮) এবং ১৪টি ম্যাচে জয় লাভ করেন ৷ তারপর সিডনি ফিরে এসে এই টিমের সফর শেষ হয়ে যায় ৷ 

পরে অস্ট্রেলিয়ার সরকার তাদের টিম কে  "Hall of fame " অন্তর্ভুক্ত করে ৷ 

Pic TAKEN from - reddif.com 



অস্ট্রেলিয়ার t-20 তে ভারতের বিরুদ্ধে যে জার্সি পরবে সেটি ভিয়েনা ক্লার্ক ডিজাইন করেছেন ৷ জার্সির মধ্যে বড় গোলটি মেলবর্ন ময়দান ও ছোটো ছোটো গোল গুলি টিমের বিভিন্ন জায়গায় মিলিত হওয়ার প্রতীক ৷ এই জার্সি তাদের সম্মান জানানোর জন্য পরা 

হবে ৷

Thanks for reading ... 

Make sure to share . 

Comments

Popular

এই লকডাউনে দেখুন ১০টি সেরা হিন্দি ও বাংলা ওয়েব সিরিজ ৷ Top 10 Hindi Web series 2019-20

বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট ৷এক প্যাকেট বিস্কুটের দাম ১১লক্ষ২০ হাজার টাকা | জানুন কি বিশেষ কারণে তার এত দাম ?