Posts

Showing posts from November, 2020

জেনে চমকে যাবেন অস্ট্রেলিয়ার এই রঙিন জার্সির ইতিহাস সম্পর্কে ৷ know every things about Australia colourful jersey .

Image
জেনে চমকে যাবেন অস্ট্রেলিয়ার এই  রঙিন জার্সির ইতিহাস সম্পর্কে ;  ভারতীয় ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার সফরের জন্য রওনা হয়ে গেছে এরই মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এর তথা অস্ট্রেলিয়ার রঙিন নকশা করা জার্শির ছবি খুব ভাইরাল হয় ৷ আপনি কি জাননে এই জার্সির আদি ইতিহাস ৷  ছবি সংগ্রহ- reddif.    এই গল্পটা হল প্রথম বিদেশ সফরে যাওয়া আদিবাসী ক্রিকেট টিমের ৷ আজ থেকে প্রায় 152 সাল আগে এই অস্ট্রেলিয়ার আদিবাসী টিম ইংল্যান্ড সফরে যান ৷ অস্ট্রেলিয়া , ইউরোপ ও ভিক্টোরিয়া সহ বিভিন্ন জায়গায় ক্রিকেট খুব জন প্রিয় হয়ে ওঠে ৷ এই ম্যাচ গুলিতে এই আদিবাসী দলের খেলা দেখে সবাই খুব প্রশংসা করে তাদের ৷ তখন অস্ট্রেলিয়া ব্রিটিশ সরকারের অধীনে ছিল , তারপর ব্রিটিশ প্রতিনিধি উইলিয়াম হেমারের তত্ত্বাবধানে আদিবাসীদের সেরা একাদশ টিম বানানো হয় ৷ এরপর অনেক ম্যাচ খেলানো হয় ৷ তারপর ভিক্টোরিয়া ক্রিকেট টিম এর ক্যাপ্টেন টম বেলিশ এই টিমের দায়িত্ব নেন ৷ ১৮৬৬ সালে টম বিলিশের নেতৃত্বে এই টিম মেলবোর্ন ক্রিকেট দলের বিরুদ্ধে MCG তে খেলেন , এই ম্যাচে তারা হেরে গেলেও তাদের খেলায় সবাই মুগ্ধ হয় ৷ তারপর চার্লস লরেন্স এর তত্বাবধানে এই টিম আর