Posts

Showing posts from June, 2020

বর্ষায় বাড়িতে সাপের উপদ্রব ও বিভিন্ন সতর্কতা ৷ বিষাক্ত সাপের কামড়ের উপসর্গতা ,চিকিৎসা ৷

Image
কার্বলিক অ্যাসিডে সাপ আসেনা এই কথা পুরোপুরি ঠিক নয় ৷  এসব সেইফটি এককালে প্রচলিত ছিল। এখন ব্যর্থ টোটকা। ছবি সংগৃহীত- wikihow.com  সাপ সম্পর্কিত কিছু প্রচলিত ভুল তথ্য , কিছু সাবধানতা এবং সাপে কাটার চিকিতসাঃ বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না। সাপের কান নাই। শোনার জন্য ঘনঘন জিহ্বা বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না। আপনি যদি শব্দ করে হাঁটেন, সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রঙ আলাদা। সেখানে বিশেষ স্নায়ুতন্তু থাকে। মাটির কম্পন বুঝতে পারে। আপনি কতদুরে আছেন, আপনি সাইজে কতবড়, সে বুঝতে পারে। পালিয়ে যায়। বেলি, হাস্নাহেনার গন্ধে কখনো সাপ আসে না। কেউকেউ জীবদ্দশায় বেলি, হাস্নাহেনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো। মনে রাখবেন, সাপের ঘ্রাণশক্তি খুবই দূর্বল। সে গন্ধ পায় না। সুগন্ধি ফুলে পোকামাকড় আকৃষ্ট হয় বেশি। পোকা খেতে ব্যাঙ আসে। ব্যাঙ খেতে মাঝেমাঝে সাপ আসতে পারে। খাবার পর মানুষের মত সাপও ক্লান্ত হয়। মানুষ খাবারের পর যেমন আয়েশ করে ঘুমায় তেমনই সাপও বেলি-হাস্নাহেনার তলায় ঘুমুতে পারে। তবে এসব গাছ যদি বাড়ির ভেতর থাকে তবে সাপ কম আসে। কারণ মানুষের উপস্থিতি তারা ভয় পায়। তবে বাড়ির সাইডে

কানের ভিতর মাকড়সায় বুনলো জাল ৷ বিস্তারিত জানুন

Image
কানের ভিতর মাকড়সায় বুনলো জাল ৷ বিস্তারিত জানুন      Image source  : south China morning post চীনের সিচুয়াং প্রদেশে অবস্থিত মিয়ানইয়াং হসপিটাল অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে গিয়েছিলেন চিনা মহিলা । সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসক লিউ। কানের ভিতর ক্যামেরা দিয়ে দেখার সময় জীবন্ত মাকড়সা দেখতে পান তিনি।   সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার কানের ভিতর নড়ে চড়ে বেড়াচ্ছে একটি মাকড়সা। কানের ভিতরেই ঘুরে ঘুরে জাল বুনছে সে।চিনা মহিলা গিয়েছিলেন হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ওই মহিলার কানের ভিতর যা দেখেছেন, সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল।   তবে দুর্বল চিত্তের লোকেদের সেই ভিডিয়ো দেখতে নিষেধ করছেন নেটাগরিকরা।যদিও এর জেরে মহিলার কানের কোনও ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে চিকিৎসক লিউ বলেছেন, ‘‘ভাগ্য ভাল মাকড়সাটা ছোট ছিল। কানের পর্দার কোনও ক্ষতি করতে পারেনি। https://youtu.be/w-ZIwcO0X5Y

Sushant singh rajput Postmortem report | Sushant Singh rajput death reasons

Image
আজ সুশান্ত সিং রাজপুত এর ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হল ৷ পড়ুন মৃত্যুর কারণ   গতকাল দুপুরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর করুণ সংবাদ দেশজুড়ে ঝড় তুলেছিল।  পুলিশ আধিকারিকেরা জানাচ্ছেন যে তাঁর মুম্বাইয়ের বাসভবনে নিজেকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করার কারণে তিনি মারা গেছেন।  সুশান্তকে এরকম কঠোর পদক্ষেপ নেওয়ার পেছনের কারণটি হতাশার সাথে তাঁর লড়াই battle  এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সুশান্তের মরণশীল अवशेषগুলি ময়না ময়দানের কুপার হাসপাতালে অ্যাম্বুলেন্সে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়।  এখন, একই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং ইন্ডিয়া টিভি অনুসারে, সুশান্ত নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছিল।  পোর্টালে বলা হয়েছে যে সুশান্ত সিং রাজপুতের প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে যে তার মৃত্যুর পেছনে কারণ ঝুলছিল।  এতে যুক্ত করা হয়েছে যে প্রয়াত অভিনেতা কীভাবে গত ছয় মাস ধরে মানসিক চাপ ও হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তদন্ত চলাকালীন পুলিশ আধিকারিকরাও তাঁর হতাশার ইঙ্গিত জানিয়ে বেশ কয়েকটি মেডিকেল রিপোর্ট পেয়েছিলেন।  খবরে বলা হয়েছে, সুশান্তের কয়েকটি নমুনাও আরও পরীক্ষার জন্য কালিনা ফরেনসিক ল্যাবে প্রেরণ